মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

0
24

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা পুরুষ, নারী, শিশুসহ ৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। ১৫ জুলাই (মঙ্গলবার) রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা বিওপিকে অবগত করে তারা। আটকদের পরিচয় নিশ্চিত করে বিকেলে সীমান্ত পিলার ৬০/৩৭-আর (পিলার)-এর কাছে শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


তথ্যসূত্র:

https://tinyurl.com/dvyjs92c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে দখলদার ইসরায়েল সিরিয়ায় ঢুকাচ্ছে শত শত দ্রুজ যোদ্ধা
পরবর্তী নিবন্ধব্লকেড সরিয়ে রাজপথে কর্মসূচি দিল এনসিপি