তালিবান সেনাবাহিনীর ২১৯ তম উমর সালিস ডিভিশনে ৩০০ জন সেনাসদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

0
321

ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২১৯ তম উমর সালিস ডিভিশনের বিভিন্ন ইউনিট থেকে ৩০০ জন তরুণ সদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সেনা সদস্যদের প্রশিক্ষণ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা পরিচালক শাইখ দাদ মুহাম্মদ মুহাম্মদি হাফিযাহুল্লাহ। এছাড়া ২১৯ তম উমর সালিস ডিভিশনের উপপরিচালক ক্বারি আব্দুল ওয়াসিল নাজারি হাফিযাহুল্লাহ এবং চিফ অফ স্টাফ মোল্লা জাভেদ নাসের হাফিযাহুল্লাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় নতুন সেনা সদস্যদের অভিনন্দন জানান শাইখ দাদ মুহাম্মদ মুহাম্মদি হাফিযাহুল্লাহ। তিনি ইসলামী ব্যবস্থার মৌলিক নীতিমালার উপর গুরুত্বারোপ করতে সকলকে উপদেশ দেন, যা নিহিত রয়েছে ইলম, ঈমান, তাকওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্যে। তিনি নতুন সেনাসদস্যদেরকে আল্লাহর পথের মুজাহিদিনদের সাথে তুলনা করে প্রশংসা করেছেন। এই মুজাহিদিনরাই ইলম, জিহাদ ও ইখলাসের সহিত দ্বীন ইসলামের জন্য জীবন কোরবানি দেয়ার নজরানা পেশ করে থাকেন।

এছাড়া তিনি ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী করতে সেনাদের জন্য অব্যাহত শিক্ষার তাৎপর্য তুলে ধরেন। অপরদিকে অবিচল দৃঢ়তার সাথে ইসলামী ব্যবস্থার প্রতিরক্ষা ও সমর্থনের ব্যাপারে সেনা সদস্যগণ আত্মনিবেদনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. 300 completed training at 219th Division Training Center
– https://tinyurl.com/4c2t86pv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্লকেড সরিয়ে রাজপথে কর্মসূচি দিল এনসিপি
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৭ ইথিওপীয় ক্রুসেডার সৈন্য হতাহত