আফগান প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0
111

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জুলাই বাখতার নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে কাবুলে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে, মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাদের সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন।

বৈঠকে আফগান প্রধানমন্ত্রী সম্প্রতি আফগানিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা ট্রান্স-আফগান প্রকল্পটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছি, যার মাধ্যমে আমাদের তিন দেশের মধ্যে সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।’

এসময়, ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তিনি ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পুনরায় ক্ষমতায় আসা ইমারত সরকারের এই ত্রিদেশীয় চুক্তি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আফগান প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপযুক্ত সময়ে পাকিস্তান সফরের আগ্রহ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘বলপ্রয়োগ বা হুমকি দিয়ে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে আমরা সদিচ্ছা, বোঝাপড়া, সহযোগিতা, ভ্রাতৃত্ব এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সকল সমস্যা ও চ্যালেঞ্জের সমাধান করতে সক্ষম হই।’


তথ্যসূত্র:
1. د افغانستان رئیس الوزراء د پاکستان لومړي وزیر مرستیال او مل پلاوي سره کتلي
– https://tinyurl.com/dbvswduh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে সন্ত্রাসী ইসরায়েল, বিধ্বস্ত ৮৮ শতাংশ অঞ্চল
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত, ১০টি স্থানে তল্লাশি অভিযান