
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী হাফিযাহুল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘ভিত্তিহীন ও বাস্তবতা থেকে বিচ্যুত’ বলে প্রত্যাখ্যান করেছেন।
গত ২০ জুলাই আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিপ্লোম্যাট প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাগরাম ঘাঁটিতে বিদেশি সেনা রয়েছে এমন দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।’ তিনি বলেন, ‘আফগানিস্তান কখনোই কোনো বিদেশি সেনাবাহিনীর সামরিক উপস্থিতিকে মেনে নেবে না। এই বার্তাটি যেন স্পষ্টভাবে শোনা হয়।’
ইমারতে ইসলামিয়ার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমরা কোনো বিদেশি দেশের সঙ্গে সামরিক সম্পর্ক স্থাপন করিনি, ভবিষ্যতেও করব না। তবে আন্তর্জাতিক মহলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মাওলানা আমীর খান মুত্তাকী হাফিযাহুল্লাহ আশ্বস্ত করে বলেন, ‘বর্তমানে আফগানিস্তানে কোনো বিদেশি সেনা অবস্থান করছে না। আমরা আমেরিকাসহ সকল পক্ষকে আহ্বান জানাই, তারা যেন আফগানিস্তানের বাস্তবতা, জনগণ এবং ইসলামি ইমারতের শাসনব্যবস্থাকে সম্মান ও স্বীকৃতি দেয়।’
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বাগরাম ঘাঁটিতে চীনা সেনাদের কথিত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে আফগান সরকারের পক্ষ থেকে একাধিকবার স্পষ্ট করে জানানো হয়েছে, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
তথ্যসূত্র:
1. Muttaqi reiterates ‘no foreign troops at Bagram’
– https://tinyurl.com/mspfmhuc