বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল

0
20

দখলদার ইসরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত বর্বর ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন এক লাখ ৪২ হাজার ১৩৫ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা বলছে, ২১ জুলাই, সোমবার গাজার বিভিন্ন হাসপাতালে ১৩৪টি মরদেহ এবং এক হাজার ১৫৫ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। মরদেহগুলোর মধ্যে চারটি আগে থেকেই নিখোঁজ ছিল, যেগুলো উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে বর্বর ইসরায়েলি হামলায় এক হাজার ২১ জন নিহত হয়েছেন এবং ৬ হাজার ৫১১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এই মুহূর্তে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও বিদ্যুৎ নেই বললেই চলে। শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলো রোগী ভর্তি নিতে পারছে না, কারণ শয্যা নেই, জ্বালানি নেই, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য সংগঠন একাধিকবার গাজাকে “বাসযোগ্যতার সীমার নিচে চলে যাওয়া অঞ্চল” হিসেবে বর্ণনা করেছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll exceeds 59,000 as Israel continues brutal war on Palestinians
– https://tinyurl.com/2s3mkdpu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলার মুখে ডব্লিউএইচও কার্যালয়: ধ্বংসের দ্বারপ্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা