সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব গাজার জন্য কিছুই করছে না: ওআইসি প্রধানকে বললেন আফগান প্রধানমন্ত্রী

0
213

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের গাজায় জায়নবাদী দখলদার শক্তির বর্বরতা চললেও মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, সামর্থ্য ও সম্পদ থাকা সত্ত্বেও ইসলামি দেশগুলো গাজাবাসীদের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

গত ২১ জুলাই কাবুলের গুলখানা প্রাসাদে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মহাসচিব শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা-এর নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে আফগান প্রধানমন্ত্রী এইসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর জায়নবাদী শাসকগোষ্ঠী যেভাবে নির্মমতা, জুলুম ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও উম্মাহর ওপর এক গা শিউরে ওঠা আঘাত। অথচ ইসলামি বিশ্ব এই বাস্তবতার সামনে থেকেও কার্যকর কোনো প্রতিবাদ বা পদক্ষেপ নিচ্ছে না। আল্লাহ যেন মুসলিমদের হৃদয়ে ফিলিস্তিনের নিপীড়িতদের জন্য সহানুভূতি ও সহযোগিতার স্পৃহা জাগ্রত করেন।’

আলোচনায় ওআইসি মহাসচিব আফগানিস্তান সফরের জন্য আনন্দ প্রকাশ করেন এবং বলেন, আফগানিস্তান ইসলামি বিশ্বের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তিনি আফগানিস্তানে স্থিতিশীলতা ও ইসলামি শাসনব্যবস্থার স্থায়িত্ব কামনা করেন।

তিনি বলেন, ‘আফগানিস্তানের উচিত বিশ্বের সঙ্গে একযোগে এগিয়ে যাওয়া। নিঃসন্দেহে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন খারেজি গোষ্ঠী যারা ইসলামি বিশ্বের ক্ষতি করছে এবং মুসলমানদের সুনাম কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আপনাদের পাশে আছি।’

এ সময় আলেমদের ভূমিকার প্রসঙ্গ টেনে আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামি উম্মাহর সংকট থেকে উত্তরণে সবচেয়ে বড় দায়িত্ব আলেমদের। সাধারণ মুসলিম কিংবা সরকারের চেয়ে তাদের দায়িত্ব বেশি, কারণ তারা নবীদের উত্তরসূরি। আলেমদের উচিত নিজেদের ধর্মীয় প্রভাব কাজে লাগিয়ে শাসকদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে মুসলিম বিশ্বের সমস্যাগুলোর সমাধানে তারা বাস্তব পদক্ষেপ নেয়।’


তথ্যসূত্র:
1. شیخ ډاکتر العیسی: افغانستان زموږ او اسلامي نړۍ په زړونو کې ځای لري؛ د اسلامي نظام بقا دعا کوو
– https://tinyurl.com/5p6amc8m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি অবরোধে গাজায় ক্ষুধার্ত আরও এক শিশু শহীদ
পরবর্তী নিবন্ধপাকিস্তান || শত্রু বাহিনীকে টার্গেট করে ইত্তেহাদুল মুজাহিদিনের ৭টি পৃথক অভিযান