
আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে বরফ উৎপাদনকারী আটটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যতালিকা অমান্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২২ জুলাই মাজার ই শরিফ পৌরসভার এক মুখপাত্র জানান, বাজার তদারকির সময় বরফ উৎপাদনকারী কারখানাগুলোর অনিয়ম ধরা পড়ে। এরপর পৌরসভার বাজার ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই আটটি কারখানা বন্ধ করে দেন।
পৌরসভার কর্মকর্তারা আরও বলেন, এ সকল কারখানার মালিকদের পূর্বেও একাধিকবার নির্ধারিত মূল্যতালিকা অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে তারা তা মানেননি, ফলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, মূল্যতালিকা বাস্তবায়ন নিশ্চিত করতে এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বজায় রাখতে পৌরসভা নিয়মিত বাজার মনিটরিং করে থাকে। খাদ্য এবং অন্যান্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সময়ে সময়ে সরকারি তালিকা হালনাগাদ করে হাটবাজারে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি এ তালিকা অনুসরণের নির্দেশনা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বরফের চাহিদা গরমে বেড়ে যায়, তাই কিছু উৎপাদক অতিরিক্ত লাভের আশায় মূল্যের তালিকা উপেক্ষা করেন। তবে পৌরসভার কঠোর নজরদারিতে এমন অনিয়ম নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।
তথ্যসূত্র:
1. بلخ کې د يخ اته تولیدي کارخونې وتړل شوې
– https://tinyurl.com/465s8ust


