
বিগত বছরে আফগান সীমান্ত ও বিতর্কিত ডুরাণ্ড লাইনে ১৫টি ব্রিগেড, ৩টি ব্যাটালিয়ন এবং ৭৬৫টি সীমান্ত পোস্ট স্থাপন করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমে মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জিত সাফল্য উপস্থাপনের সময় এই তথ্য জানিয়েছেন তালিবান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ক্বারি ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ।
যে কোনও আগ্রাসন ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় তালিবান সেনাবাহিনীর প্রস্তুতি ও বীরত্বের তিনি প্রশংসা করেছেন। এছাড়া দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে এর দৃঢ় প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তিনি প্রতিশ্রুতি জানিয়েছেন।
সীমান্ত এলাকায়, বিশেষত কাল্পনিক ডুরান্ড লাইনের নিকটবর্তী চেকপয়েন্টসমূহে গমন সহজতর করতে ২০২৪ সালে ৩৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। সীমান্ত কার্যকরভাবে রক্ষায় সজ্জিত ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ সেনাকর্মী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিগত বছরে ৮টি হেলিকপ্টার, ৪১ হাজার ৬৮৪টি যানবাহন, ৬ হাজার ৪৮০টি হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র এবং ৭২৪টি কমিউনিকেশন রেডিও সংস্কার ও প্রস্তুত করেছেন তালিবান বাহিনীর টেকনিক্যাল সদস্যগণ।
তথ্যসূত্র:
1. Our borders are fully secured and monitored
– https://tinyurl.com/4hdtbd7t
2. National wealth taken to neighboring countries belong to Afghanistan
– https://tinyurl.com/3na2en9e


