আফগান স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান

0
107

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ ও প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান জেনারেল কোরবুনভ বাখোদির।

গত ২২ জুলাই কাবুলে পৃথক পৃথক স্থানে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণ এবং উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকতা ও জোরদারকরণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উভয় পক্ষই নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এছাড়া, বৈঠকে প্রাকৃতিক এবং কৃত্রিম মাদকদ্রব্যের উৎপাদন এবং চাষ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতারা মাদকব্যবসা রোধে একযোগভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় উজবেক গোয়েন্দা সংস্থার প্রধান আফগানিস্তানে উজবেকিস্তানের অর্থনৈতিক প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী হাক্কানি হাফিযাহুল্লাহকে ধন্যবাদ জানান। এছাড়া, উভয় পক্ষই নিজেদের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে প্রতিশ্রুতি জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. Acting Minister of National Defense Meets with Uzbekistan’s Delegation
– https://tinyurl.com/yrmc94j3
2. خلیفه سراج الدین حقاني د ازبکستان ملي امنیت له رئیس سره کتلي
– https://tinyurl.com/yhdxds3v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান সীমান্ত পুরোপুরি নিরাপদ ও তদারকিতে রয়েছে: তালিবান সেনা প্রধান
পরবর্তী নিবন্ধআফগান পুলিশে যোগ দিলেন আরও ৩৪৭ নবীন কর্মকর্তা