ভারতে যাওয়ার সময় আটক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি

0
42

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদকে (৩৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সামাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে।

ইমিগ্রেশন সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেয় সামাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।


তথ্যসূত্র:
১. ভারতে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সীমান্তে গ্রেফতার
-https://tinyurl.com/4wtkn8ff

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার পক্ষে বিক্ষোভের জন্য ৮০ জন শিক্ষার্থীকে বরখাস্ত করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধঅভ্যুত্থানের এক বছর পর ‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত