
প্রত্যাবর্তিত শরণার্থীদের সাথে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এক বিবৃতিতে ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ বলেন, শরণার্থীদের সাথে কেউ রাজনৈতিক শত্রুতা, বিরোধিতা বা প্রতিশোধমূলক আচরণ করে নি। আর এমন ঘটনা ঘটলে সরকার তদন্ত করে তা প্রতিরোধ করবে এবং অপরাধীদের শাস্তি দেয়া হবে।
সম্প্রতি জাতিসংঘ সহায়তা মিশন ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে শরণার্থীগণ বিশেষত আফগানিস্তানের সাবেক সেনা, সরকার ও গণমাধ্যম কর্মীরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে মারাত্মক মিথ্যাচার প্রচার করা হয়েছে। এর প্রতিক্রিয়া জানিয়ে উক্ত বিবৃতি প্রদান করেছেন তালিবান উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ।
বিবৃতিতে ব্যক্তিগত বা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিচ্ছিন্ন দুই একটি ঘটনার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন নি। তবে তা রাজনৈতিক কারণে নয় বলে তিনি জোরালোভাবে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, এই ধরনের তুচ্ছ ঘটনাকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে জাতিসংঘ। বিদেশে অবস্থান করা আফগান শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, শরণার্থীগণ পূর্ণ আত্মবিশ্বাসের সাথে স্বদেশে ফিরে আসতে পারবেন।
উল্লেখ্য যে, পূর্ববর্তী সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রাক্তন সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণার প্রসঙ্গ বারবার জানিয়ে আসছে ইমারতে ইসলামিয়া সরকার।
তথ্যসূত্র:
1. Islamic Emirate responds to UN report, reaffirms amnesty for all Afghan returnees
– https://tinyurl.com/3f97xnhw


