সামরিক সম্পর্ক আরও জোরদারে দিল্লিতে ভারত-ইসরায়েল বৈঠক

0
59

ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই দিল্লিতে দুই দেশের উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছে।

ভারতের তথ্য দপ্তর (পিআইবি) জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘমেয়াদে বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ পদক্ষেপ ভারত–ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে জানানো হয়।

বৈঠকে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে। সে ৭ অক্টোবর ২০২৩ সালের হামলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে উল্লেখ করে সকল ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি জানায়। ইসরায়েলের পক্ষ থেকেও ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমর্থনের কথা বলা হয়।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৮০ জন শিশুসহ ১১৫ জন ক্ষুধা ও অপুষ্টিতে শহীদ হয়েছেন। গত ২১ জুলাই অনাহারে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মহল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করছে।

এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখনই দিল্লিতে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ও ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল আমির বারাম অংশ নেয়।


তথ্যসূত্র:
1. India and Israel meet to deepen military ties in sign of solidarity amid Gaza atrocities
– https://tinyurl.com/4n78ww9h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া || হিরান রাজ্যে শাবাবের অতর্কিত আক্রমণে অন্তত ২৭ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ভুয়া এনকাউন্টারে মুসলিম যুবককে হত্যা করলো ভারতীয় বাহিনী