
কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই দখলদার সেনা আহত হয়েছে। নিহত সেনার নাম ললিত কুমার বলে জানা গেছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুলাই পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি এলাকায় একটি এলাকা দখল করতে ভারতীয় সেনারা অভিযান চালাচ্ছিল, এ সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনার পর এলাকাটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করে রেখেছে দখলদার বাহিনী।
তথ্যসূত্র:
1. Indian army man killed, two injured in landmine blast in Poonch
– https://tinyurl.com/2nsdchwe


