গুলি করে হত্যার ২১ ঘন্টা পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

1
21

ফেনীর পরশুরাম সীমান্তে গুলি করে হত্যার ২১ ঘণ্টা পর নিহত বাংলাদেশি মো. ইয়াছিন লিটনের (৪৫) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভারতের বিলোনিয়া চেকপোস্ট এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা সীমান্তে ২১৬৪ /৩-এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ইয়াছিন লিটন, জাকির হোসেন মিল্লাত (২০) ও আফছার (৩০) নামের তিনজন। তারা সীমান্তবর্তী তারকাঁটা বাউন্ডারির কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন লিটন। পরে বিএসএফ তাকে ভারতের বিলোনিয়ার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। এ সময় গুলিতে আহত হয় মিল্লাত ও আফছার। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যায়। আফছারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে এবং লিটন মনির আহম্মদের ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।


তথ্যসূত্র:
১. বিএসএফের গুলিতে মৃত্যু, ২১ ঘণ্টা পর লিটনের লাশ ফেরত
-https://tinyurl.com/5bpww4h4

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার উদ্যোগে গ্রামীণ টেলিযোগাযোগে অগ্রগতি
পরবর্তী নিবন্ধদ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চীনের বিশেষ প্রতিনিধি ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক