
দেশের অভ্যন্তর ও বিদেশি পরাশক্তিদের চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করার সিদ্ধান্তের ব্যাপারে অটল। বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন দখলদার ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযান পরিচালনা করায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবার সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।
পেত্রো ইসরায়েলের উদ্দেশ্যে কলম্বিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া সব কয়লাবাহী জাহাজ আটকের জন্য নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপ এমন এক সময়ে এল—যখন গত বছর পেত্রো সরকার ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করে একটি আনুষ্ঠানিক ডিক্রি জারি করেছিল। এই অবস্থান গাজার পরিস্থিতি নিয়ে কলম্বিয়ার তীব্র আপত্তির প্রতীক ছিল।
প্রেসিডেন্ট পেত্রো গণমাধ্যমকে বলেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার প্রশাসনের কিছু কর্মকর্তা ইসরায়েলে কয়লা রপ্তানির অনুমোদন দিয়ে সরকারি নীতিকে দুর্বল করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই), সামাজিক মাধ্যমে সে ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আজও তারা ইসরায়েলের উদ্দেশ্যে পূর্ণ একটি কয়লাবাহী জাহাজ ছেড়ে দিয়েছে। এটা আমার সরকারের প্রতি একটি চ্যালেঞ্জ। নৌবাহিনী ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়া জাহাজগুলো বন্ধ করার লিখিত নির্দেশ পাবে।’ পরে সে আরও কঠোরভাবে ঘোষণা করে, ‘এক টন কয়লাও কলম্বিয়া থেকে ইসরায়েলে যাবে না।’
প্রেসিডেন্ট পেত্রো শুধু কূটনৈতিক প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেনি। সে শ্রমমন্ত্রী গ্লোরিয়া ইনেস রামিরেজকে কয়লা খাতের শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে জরুরি বৈঠকেরও নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, সেরেজোন খনির আশপাশে বসবাসকারী ওয়াইউ আদিবাসী সম্প্রদায়সহ কয়লা খনি দ্বারা প্রভাবিত অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে পরামর্শের ওপরও জোর দিয়েছে।
তথ্যসূত্র:
1. “Not a single ton:” Colombian President orders navy to ban coal shipments to Israel
– https://tinyurl.com/59j448ep


