দখলদার ইসরায়েলের অবরোধে ক্ষুধা ও পুষ্টিহীনতায় পাঁচ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু

0
38

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সহায়তার তীব্র সংকটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই অবরোধের ফলে শিশু ও নারীসহ হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির শিকার হচ্ছেন। জাতিসংঘ ও স্থানীয় সংস্থাগুলো সতর্ক করেছে যে, পরিস্থিতি আরও খারাপ হলে গণমৃত্যুর ঝুঁকি রয়েছে। শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থা আনাদোলুর মেডিকেল সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে আরেকটি শিশু ক্ষুধা ও অপুষ্টির কারণে মারা গেছে। মাত্র পাঁচ মাস মাস বয়সী জিনাব আবু হালিব নামের এই শিশুটি সন্ত্রাসী ইসরায়েলের কঠোর অবরোধের কারণে দুধ ও খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছিল। তার মৃত্যুর কিছুক্ষণ আগে তোলা একটি ছবিতে দেখা যায়, তার ত্বক হাড়ের সাথে লেগে আছে এবং তার ক্ষুদ্র বুকের পাঁজর বেরিয়ে আছে।
ইসরায়েলের অবরোধের কারণে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশ বন্ধ থাকায় ব্যাপক ক্ষুধা ও তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আনাদোলুকে জানিয়েছেন, শুক্রবার (২৫ জুলাই) ২৪ ঘণ্টার মধ্যে ক্ষুধা ও অপুষ্টির কারণে নয়জন ফিলিস্তিনি, যার মধ্যে দুজন শিশু, মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে অপুষ্টির কারণে মৃতের সংখ্যা ১২২-এ পৌঁছেছে, যার মধ্যে ৮৩ জন শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২৬,৬৭৭টি অপুষ্টির ঘটনা নথিভুক্ত হয়েছে এবং পাঁচ বছরের কম বয়সী ২৬০,০০০-এরও বেশি শিশুর জরুরি খাদ্যের প্রয়োজন। জাতিসংঘের সংস্থা ও স্থানীয় সংগঠনগুলো সতর্ক করেছে যে, অবরোধ ও সহায়তা বিতরণে বাধার কারণে গাজার স্বাস্থ্য ও জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যা শিশুদের গণমৃত্যুর কারণ হতে পারে। গত রবিবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করেছে যে, ১৪০ দিনেরও বেশি সময় ধরে সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় গাজা “গণমৃত্যুর” দ্বারপ্রান্তে রয়েছে।


তথ্যসূত্র:
1. Another Palestinian infant dies from malnutrition in Gaza due to Israeli blockade
– https://tinyurl.com/57nxjzd7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্মস্থলে ‘শালীন ও মার্জিত’ পোশাকের বিরুদ্ধে ৫৪ কথিত নারীবাদীর বিবৃতি
পরবর্তী নিবন্ধক্ষুধার্ত গাজার এক-তৃতীয়াংশ মানুষ; ৯০ হাজার নারী ও শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে