
গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আসা জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।
জানা যায়, জোয়ারে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে। বাজারের উপরে রাস্তাটি দুই ফুট উচ্চতা পানিতে তলিয়ে যায়। এ সময় ঐ বাজারের মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যায়। এলাকার অনেকের পুকুরের মাছ ভেসে গিয়েছে। প্রধান সড়কের উপর পানি উঠে যাওয়ায় প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ রয়েছে নামার বাজার থেকে বন্দরটিলা বাজারের যোগাযোগ ব্যবস্থা। নিঝুমদ্বীপের দক্ষিণপাশে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে পানিতে প্লাবিত হয় চারপাশ।
একই অবস্থা বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও চরগাসিয়ায়। এই দুটি চরে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে তলিয়ে যায় লোকালয়।
তথ্যসূত্র:
১. অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিঝুমদ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল
– https://tinyurl.com/3fskxr79


