ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশি কোম্পানি ‘ইন্দো-বাংলা ফার্মা’

0
115

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ওষুধ রপ্তানির লক্ষ্যে, ইমারতে ইসলামিয়ার সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে দীর্ঘ ১৫ বছর মেয়াদী ব্যবসায়িক সমঝোতা করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে ঢাকায় এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, ইন্দো-বাংলা ফার্মা তার মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল পণ্য আফগানিস্তানে সরবরাহ করবে এবং ‘সালার ইউসুফজাই ফার্মা’ দেশের একমাত্র ও চূড়ান্ত এজেন্ট হিসেবে কাজ করবে।

চুক্তি অনুসারে, প্রতি শিপমেন্টে প্রায় ১.৫ লাখ ডলার মূল্যমানের ওষুধ রপ্তানি করা হবে। দ্বিতীয় শিপমেন্টে রপ্তানি করা হবে ২.৮০ লাখ ডলার মূল্যের ওষুধ। অর্থপ্রদান পদ্ধতি হিসেবে, প্রথমে ৪০% অগ্রিম দিয়ে শিপমেন্টের ১৫ দিন আগে বাকি ৬০% অর্থ পরিশোধ করতে হবে। পণ্য সরবরাহ এফ ও বি (FOB) ভিত্তিতে, চট্টগ্রাম থেকে সমুদ্র বা আকাশ পথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ চুক্তিতে ইন্দো-বাংলা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক, এবং সালার ইউসুফজাই ফার্মার পক্ষ থেকে সিইও মুহাম্মদ কাসাম হ্যায়ার।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে এই কার্যক্রম দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।


তথ্যসূত্র:
1. Bangladesh’s Indo-Bangla Pharmaceuticals to begin exporting medicines to Afghanistan
-https://tinyurl.com/8hyrsm9y
২. আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা
-https://tinyurl.com/4k7p8uhx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ব্রিগেডিয়ারের সদর দপ্তর লক্ষ্য করে ইত্তেহাদুল মুজাহিদিনের সফল ড্রোন হামলা