গাজায় ক্ষুধা ও পুষ্টিহীনতায় ০২ শিশুসহ আরও ০৬ জন শহীদ

0
22

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে চব্বিশ ঘন্টায় দুই শিশুসহ আরও ক্ষুধা ও পুষ্টিহীনতায় আরও ০৬ জন হয়েছে। রবিবার (২৭) জুলাই এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ক্ষুধা ও পুষ্টিহীনতায় ৮৭ শিশুসহ মোট ১৩৩ জন শহীদ হ‌ওয়ার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই সংখ্যা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবরোধ ও খাদ্য সহায়তা প্রবেশে বাঁধা দেওয়ার ভয়াবহ অবস্থাকে প্রকাশ করে।

গত ১৮ বছর যাবত গাজায় ব্লকেড দিয়ে রেখেছে দখলদার ইসরায়েল। চলতি বছরের মার্চ মাস থেকে গাজায় সকল সীমান্ত পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ফলে কোনো ত্রাণের কোনো গাড়িবহর গাজায় প্রবেশ করতে পারছে। এই বিষয়ে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হলেও তার কোনো তোয়াক্কাই করেনি দখলদার ইসরায়েল।


তথ্যসূত্র:
1. 6 more Gazans, including 2 children, die from starvation amid Israeli siege
– https://tinyurl.com/5futtnpt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১২ বছর পর সোমালিয়ার কৌশলগত মাহাস শহরে প্রবেশ করেছেন আশ-শাবাব মুজাহিদিন
পরবর্তী নিবন্ধকথিত ১০ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণার দিনই ৫৩ জন ফিলিস্তিনিকে শহীদ করলো দখলদার ইসরায়েল