
গাজায় মুজাহিদিনদের হামলায় আরও দুই দখলদার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এছাড়াও একই দিনে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আহত আরও এক দখলদার ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। এই নিয়ে রবিবার (২৭ জুলাই) মোট তিন দখলদার সৈন্যের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই তথ্য স্বীকার করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
নিহত ওই দুই দখলদার সৈন্য গোলানি পদাতিক ব্রিগেডের সদস্য ছিল। তাদের বয়স যথাক্রমে ২০ ও ২২ বছর ছিল।
গাজার খান ইউনিসে মুজাহিদিনদের হামলার ফলে তাদের মৃত্যু হয়।
তথ্যসূত্র:
1. Two Israeli soldiers killed in south Gaza, military says
– https://tinyurl.com/y77ykxmc


