
আফগানিস্তানে গত এক বছরে ১০৫টি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। সম্প্রতি এক অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার বিভিন্ন বিভাগীয় সাফল্য তুলে ধরার সময় এ তথ্য জানায় জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২৭ জুলাই বখতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, স্বাস্থ্যখাতের আরও সম্প্রসারণ ও মানোন্নয়নে দেশটি আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে নতুন স্বাস্থ্য প্রকল্প ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে চুক্তিও হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিশুদের ক্যান্সার ও জন্মগত হৃদরোগ চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এসব ক্ষেত্রে আরও উন্নয়ন খুব শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক বছরে মধ্য থেকে গুরুতর পর্যায়ের অপুষ্টিতে ভোগা প্রায় ২২ লাখ মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩,৬০০ এর বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ারসহ সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। মোবাইল স্বাস্থ্যসেবা দলগুলো প্রায় ১১ লাখেরও বেশি মানুষকে বহির্বিভাগীয় চিকিৎসা, প্রসূতি সেবা ও অন্যান্য রোগ সম্পর্কিত চিকিৎসা দিয়েছে।
এছাড়াও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন গত বছরে ১,০৭৭ টন নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ জব্দ করে ধ্বংস করেছে। একই সঙ্গে বাজারে গুণগত মান বজায় রাখতে ১৯,৪৩৬টি আমদানিকৃত খাদ্যপণ্যের চালান বিপণনের অনুমোদন দিয়েছে।
তথ্যসূত্র:
1. Over 100 Health Centers Established in the Country: MoPH
– https://tinyurl.com/2245rc6y


