গাজায় যুদ্ধবির‌তি সত্ত্বেও বর্বর ইসরায়েলের হামলা, শহীদ ৬২

0
24

অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবির‌তি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৬২ জন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী। এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে, আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। তবে যুদ্ধবির‌তি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৭ জুলাই, রবিবার বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। রবিবার কেবল ক্ষুধাজনিত কারণে আরও ৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতের পর গাজায় কেবল ক্ষুধায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) তথ্যমতে, গাজার এক-তৃতীয়াংশ বাসিন্দা কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছেন না। প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকট বা “ক্ষুধার মতো পরিস্থিতির” মধ্যে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের অন্তত ২০ শতাংশ চরম পুষ্টিহীনতায় ভুগছেন।

গাজার বাসিন্দা স্মৌদ বাহদার বলেন, “আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি, কারণ আমার সন্তানরা এক সপ্তাহ ধরে না খেয়ে আছে। অন্তত এক পিস রুটি তাদের জন্য খুঁজে বের করার চেষ্টা করছি।” আরেক বাসিন্দা ফালেস্তিন আহমেদ বলেন, “আগে আমার ওজন ছিল ৫৭ কেজি, এখন ৪২ কেজিতে নেমেছে। আমি ও আমার সন্তান অপুষ্টিতে ভুগছি। খাবারের দাম আকাশছোঁয়া, আর বাজারে খাবার নেই।”


তথ্যসূত্র:
1. Updates: 63 killed in Gaza as Israel’s ‘tactical pause’ comes to and end
– https://tinyurl.com/32acyzzs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে এক বছরে ১০০টিরও বেশি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ স্থাপন করা হয়েছে
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের এক নারীকে জোরপূর্বক বিয়ের হাত থেকে রক্ষা করল ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ