আফগানিস্তানের এক নারীকে জোরপূর্বক বিয়ের হাত থেকে রক্ষা করল ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ

0
46

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের লাজা মঙ্গল জেলায় এক নারীকে জোরপূর্বক বিয়ের হাত থেকে রক্ষা করেছে দেশটির ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ) মন্ত্রণালয় এবং অভিযোগ শুনানি দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় গত ২৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, ওই নারীকে একজন পুরুষ জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছিলেন। এ বিষয়ে অভিযোগ জানার পর স্থানীয় ধর্মীয় কর্মকর্তারা (মোতাসিব) দ্রুত হস্তক্ষেপ করেন এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী তার অধিকার নিশ্চিত করে জোরপূর্বক বিয়ের চেষ্টা বন্ধ করেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজে ধর্মীয়, নৈতিক ও আইনগত মূল্যবোধ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অন্যায় প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র:
1. پکتیا کې محتسبینو د یوې اجباري نکاح مخنیوی وکړ
– https://tinyurl.com/bdz45fjy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবির‌তি সত্ত্বেও বর্বর ইসরায়েলের হামলা, শহীদ ৬২
পরবর্তী নিবন্ধখুনি হাসিনার বাহিনীর এক সদস্য নিজ হাতে গুলি করে ১০৩০ জনকে হত্যা করেছে: চিফ প্রসিকিউটর