
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের লাজা মঙ্গল জেলায় এক নারীকে জোরপূর্বক বিয়ের হাত থেকে রক্ষা করেছে দেশটির ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ (ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ) মন্ত্রণালয় এবং অভিযোগ শুনানি দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় গত ২৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, ওই নারীকে একজন পুরুষ জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছিলেন। এ বিষয়ে অভিযোগ জানার পর স্থানীয় ধর্মীয় কর্মকর্তারা (মোতাসিব) দ্রুত হস্তক্ষেপ করেন এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী তার অধিকার নিশ্চিত করে জোরপূর্বক বিয়ের চেষ্টা বন্ধ করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজে ধর্মীয়, নৈতিক ও আইনগত মূল্যবোধ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অন্যায় প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র:
1. پکتیا کې محتسبینو د یوې اجباري نکاح مخنیوی وکړ
– https://tinyurl.com/bdz45fjy


