চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন ৭০ বাড়ি-ঘড় ও হাজার বিঘা জমি; ঝুঁকিতে শতাধিক পরিবার

0
22

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গিয়েছে ৭০টি ঘরবাড়ি, হাজার বিঘা জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও গোরস্তান। আরও প্রায় ১০০ পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। অসহায় পরিবারগুলো আর্থিক সংকটের কারণে খোলা আকাশের নীচে অনাহারে দিনাতিপাত করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমের রিপোর্টে দূর্লভপুর ও পাকা ইউনিয়নের ৭-৮ টি গ্রাম ঘুরে এই ভয়াবহ চিত্র উঠেছে।

শিবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলী কাউসার গণমাধ্যমকে বলেছেন, ‘এবার প্রায় ৬০-৭০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং রঘুনাথপুর বিজিবি বিওপি সহ প্রায় শ খানেক বাড়ি হুমকির মুখে আছে।’

তিনি জানান, পদ্মার বাম তীর সংরক্ষণের জন্য ১৭০০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি একনেকে অনুমোদন হলেই শিবগঞ্জের মনকষা ইউনিয়নের মাসুদপুর বিওপি হতে পাকা ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত প্রায় পদ্মার বাম তীর ১১.০১৫ কিলোমিটার ও ডান তীর ১০.৪৪০ কিলোমিটার সংরক্ষণ করে নদী ভাঙ্গন রোধ হবে।


তথ্যসূত্র:
১. শিবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন ৭০ বাড়ি-ঘড়, ঝুঁকিতে শতাধিক পরিবার
– https://tinyurl.com/mrxcttbr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা ৪ টি কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি ভবনের নাম পরিবর্তন
পরবর্তী নিবন্ধফেনী সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাঁধা; ভোগান্তিতে এলাকাবাসী