
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। এর ফলে যেকোনো মুহূর্তে ডুবে যেতে পারে রাঙ্গামাটির ‘সিম্বল’ খ্যাত ঝুলন্ত সেতু। হ্রদের পানি এরই মধ্যে সেতুর পাটাতন পর্যন্ত পৌঁছে গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিনে গণমাধ্যমের বরাতে জানা যায়, হ্রদের পানি ঝুলন্ত সেতুর নিচের কাঠামো স্পর্শ করছে। এ অবস্থায় সামান্য পানি বাড়লেই সেতুটি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা গণমাধ্যমকে জানিয়েছে, হ্রদের পানি বাড়তে থাকায় সেতুটি যেকোনো সময় পানির নিচে চলে যেতে পারে। সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতু পারাপার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী, রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে নেমে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশছে। টানা এক সপ্তাহ ধরে এই ঢল ও বৃষ্টির কারণে হ্রদের পানি দ্রুত বাড়ছে।
তথ্যসূত্র:
১. কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, হুমকিতে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
– https://tinyurl.com/4sukv7js


