
বিগত ১ বছরে সর্বমোট ৬১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদ করতে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। চুক্তিসমূহের সর্বমোট মূল্য ৫৯ কোটি ১৬ লক্ষ মার্কিন ডলার। এছাড়া ২০০০ কোটি আফগানি অর্থায়ন আকৃষ্ট করেছে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের পরিচালনা বিভাগ।
বিভাগটির সাধারণ পরিচালক মৌলভী আহমাদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, বিগত ১ বছরে সরকারি বাজেটের মধ্যে ৮৪০ কোটি আফগানি অবদান রেখেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই সময়ের মধ্যে ২৭৭ কোটি আফগানি অর্থের দাবি নিষ্পত্তি করা হয়েছে, একই সাথে ৬১ কোটি ১০ লক্ষ আফগানি ঋণ প্রদান করেছে এই বিভাগ।
বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপনের সময় তথ্যসমূহ জানান ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের পরিচালনা বিভাগের কর্মকর্তাগণ।
এছাড়া সিএএসএ-১০০০ প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সাথে চুক্তি, তুরগন্দি-হেরাত ২২০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের সমাপ্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে কর্মকর্তাগণ আলোকপাত করেছেন।
তথ্যসূত্র:
1. 619 MW of power generation contracts signed last year
– https://tinyurl.com/5n8bxpdn


