এক বছরে ২০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ

0
39

আফগানিস্তানে গত এক বছরে ২০০টিরও বেশি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। এইসব প্রকল্পের মধ্যে রাস্তা, সেতু, টানেল এবং রেলপথের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি, দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক সাফল্য উপস্থাপনায় জানানো হয় যে, তাদের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাস্তা ও রেলপথ সম্পর্কিত ৫০টি প্রকল্প, রাস্তা নিরাপত্তার জন্য ১৬টি প্রকল্প, মসজিদ নির্মাণের জন্য ১৪টি প্রকল্প, এবং রাস্তা ও রেলপথের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ৫০টি প্রকল্প। এইসব প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকসেনাস হাফিযাহুল্লাহ জানান, গত বছরে তারা রাস্তা নির্মাণ, ট্রাফিক সাইন স্থাপন, রেলওয়ে উন্নয়ন এবং মসজিদ নির্মাণের জন্য ২০০টিরও বেশি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিশেষকরে রেলপথ খাতে আফগানিস্তানের সঙ্গে আফগানট্রান্স প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চুক্তি স্বাক্ষর, আকিনা-আন্দখয় রুটের পুনর্বাসন, এবং হাইরতান-মাজার-ই-শরিফ রেললাইন পুনর্নির্মাণ প্রকল্প।

এছাড়াও তোরঘুন্ডি-হেরাত রেলপথ প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ চূড়ান্ত করা হয়েছে। রাস্তা ও সেতু নির্মাণের ক্ষেত্রে, ১,০০০ কিলোমিটার রাস্তার সম্ভাব্যতা জরিপ এবং ১৭টি সেতুর নকশা চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮০ কিলোমিটার সালাং মহাসড়ক এবং ৪৮০ কিলোমিটার কাবুল-কান্দাহার মহাসড়ক পুনর্বাসন কাজ।

মন্ত্রণালয়ের জরিপ ও নকশা পরিচালক মুহাম্মদ রহিম সালেহজাই হাফিযাহুল্লাহ জানান, বর্তমানে ১,৩৯৫ কিলোমিটার রাস্তার জরিপের ৬৬% কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ধাপগুলো চলমান রয়েছে।


তথ্যসূত্র:
1. MoPW: 200+ Projects Implemented in Past Year
– https://tinyurl.com/2xc44c5x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোর পিবাওরি এলাকার কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলো ইমারতে ইসলামিয়া