
গত সপ্তাহে পাকিস্তান কারাগার থেকে ৪৬০ জন আফগান শরনার্থীকে মুক্তি দেওয়া হয়েছে, এবং মুক্তির পর পাক প্রশাসন তাদের ইমারতে ইসলামিয়ার কাছে হস্তান্তর করেছে। এই বন্দীদের বেশিরভাগই পাকিস্তানের বিভিন্ন শহর থেকে গ্রেফতার হয়েছিলেন এবং ৫ দিন থেকে এক বছর পর্যন্ত পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন।
ইমারতে ইসলামিয়ার এক কর্মকর্তা জানান, মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল, এবং তাদের অধিকাংশের কাছে বৈধ বসবাসের কাগজপত্রও ছিল। এছাড়া বন্দীদের মধ্যে কিছু ব্যক্তি পাকিস্তানি পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।
পাকিস্তান থেকে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে মুহাম্মদ ইয়াসিন নামে একজন বলেন, ‘আমার কাছে একটি পিওআর কার্ড ছিল। তারা তা নিয়ে নেয় এবং বলে যে এটি ফেরত দেবে। কিন্তু আমাকে তিন রাত আটকে রাখার পর আঙুলের ছাপ নেওয়া হয় এবং তারপর নির্বাসিত করা হয়।’
আরেক বন্দী তাজউদ্দিন জানান, ‘তারা আমাকে থানায় নিয়ে যায়। আমি সেখানে পাঁচ দিন ছিলাম, তারপর ছয় দিন হাজি ক্যাম্পে কাটিয়েছিলাম। সেখানে খুব একটা খাবার ছিল না, যদি তারা সকালে নাস্তা দিত, তাহলে দুপুরের খাবার ছিল না; যদি দুপুরের খাবার থাকত, তাহলে রাতের খাবারের জন্য কিছুই ছিল না।’
এছাড়া, কুনার প্রদেশের বাসিন্দা জিয়াবত গুল জানান, ‘আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম, তখন পাকিস্তানি পুলিশ আমাকে গ্রেফতার করে এবং আমার নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি তিন দিন একটি ক্যাম্পে ছিলাম, তারপর তোরখাম ক্রসিং দিয়ে আফগানিস্তানে ফিরে আসি।’
এদিকে, এই মাসে পাকিস্তান ও ইরান থেকে আফগান অভিবাসীদের বহিষ্কারের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ইসলাম কালা এবং তোরখাম ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার আফগানকে ফেরত পাঠানো হচ্ছে।
তথ্যসূত্র:
1. Pakistan Deports 460 Afghan Detainees in One Week
– https://tinyurl.com/3npj2h74


