
গত ৩০ জুলাই কাবুল প্রদেশের ইসতালিফ জেলায় নতুন একটি কিশমিশ প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ।
কৃষিজাত পণ্যের মান বাড়ানোর পথে এটিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এই উদ্যোগের ফলে স্থানীয় অর্থনীতি ও রপ্তানি অগ্রসর হবে, শত শত নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কারখানা উদ্বোধনকালে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত ও বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া পরিমাণের চেয়ে পণ্যের গুণমানকে প্রাধান্য দেয়ার প্রতি তিনি নসিহত করেন। বৈশ্বিক বাজারে এগিয়ে যেতে মানসম্পন্ন প্রসেসিং এবং প্যাকেজিং নিশ্চিত করার প্রতি তিনি আহ্বান জানান।
উল্লেখ্য যে, সামুন কিশমিশ প্রক্রিয়াজাতকরণ কারখানাটি ৮০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত হয়েছে। এটি প্রায় ৬৩ একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয়েছে। এই কারখানায় বার্ষিক ১০ হাজার মেট্রিক টন কিশমিশ প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করার সক্ষমতা রয়েছে।
এই কিশমিশ রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করা হবে।


