
গাজায় ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের গণহত্যা, শিশুহত্যা ও দুর্ভিক্ষ-সৃষ্ট অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা বাড়লেও, যুক্তরাষ্ট্রের নীতিতে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বরং ৩০ জুলাই, বুধবার যুক্তরাষ্ট্র সিনেট এমন দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রে অস্ত্র ও বোমা সরবরাহ বন্ধ করতে আহ্বান জানিয়েছিল।
ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলে ২০,০০০ স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং ৬৭৫ মিলিয়ন ডলারের বোমা সরবরাহ বন্ধে সিনেটর বার্নি স্যান্ডার্সের উত্থাপিত দুটি প্রস্তাব বুধবার সিনেটে ভোটে ব্যর্থ হয়। ডেমোক্রেটদের মধ্যে যথাক্রমে ২৭ ও ২৪ জন সদস্য উক্ত প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, সব রিপাবলিকান সদস্যই প্রস্তাবের বিরোধিতা করেছে।
উল্লেখযোগ্য যে, এ ধরনের প্রস্তাব আগেও তোলা হয়েছিল, কিন্তু এবার তা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ ডেমোক্রেটিক সমর্থন পাওয়া উদ্যোগ। এপ্রিল মাসে একটি অনুরূপ প্রস্তাবে ১৫ ডেমোক্রেট সমর্থন দিলেও, গত নভেম্বরের প্রস্তাবে সমর্থন ছিল মাত্র ১৮ জনের।
এই প্রস্তাব সিনেটে পাশ না হলেও এটি একটি স্পষ্ট ইঙ্গিত দেয়—ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘিরে মার্কিন ডেমোক্রেটিক পার্টির ভেতরে তীব্র মতভেদ বাড়ছে।
গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের গণহত্যা, দুর্ভিক্ষ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের বহু জনগণ ও বিবেকবান রাজনীতিবিদ সোচ্চার হলেও, ইসলাম বিদ্বেষে নিমজ্জিত পশ্চিমা শাসকগোষ্ঠী এখনো তাদের অবৈধ সহযোগিতা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক সিনেট ভোটের ফলাফল তা-ই প্রমাণ করে।
1. Record number of Democrats join failed bid to block weapons sales to Israel
– https://tinyurl.com/3nb37bsw


