
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি), ১৪ আগস্ট বৃহস্পতিবার, পাকিস্তানের বান্নু জেলায় শত্রু সামরিক বাহিনীকে লক্ষ্য করে ৩টি পৃথক ড্রোন হামলা চালিয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা ‘আইএমপি’ মুজাহিদদের এধরণের ড্রোন হামলাকে পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ মনে করছেন।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিশ্চিত করেন যে, মুজাহিদিনরা বৃহস্পতিবার প্রথম ড্রোন হামলাটি পরিচালনা করেন বান্নু জেলায় শত্রু সেনাবাহিনীর একটি দুর্গ লক্ষ্য করে। অভিযানটি ১৪ আগস্ট, সকাল ৭:২৫ মিনিটের সময় একটি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে বান্নু জেলার জানি খেইল এলাকায় চালানো হয়। এই অভিযানে ড্রোন থেকে ছোড়া বিস্ফোরকটি সামরিক ঘাঁটির একটি আবাসিক কক্ষের সামনে পড়ে, যার ফলে শত্রু বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়।
এদিন বান্নু জেলায় শত্রু বাহিনীর আরও একটি দুর্গ লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালান আইএমপি মুজাহিদিনরা। অভিযানটি সকাল ১০:৩০ মিনিটের সময়, বান্নু জেলার বাকা খেইল এলাকায় অবস্থিত শত্রু সামরিক বাহিনীর সিপিইসি-সেতু নামক একটি দুর্গ লক্ষ্য করে চালানো হয়। এই অভিযানে ড্রোন থেকে মুজাহিদদের ছোড়া বিস্ফোরক শেলটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এতে শত্রু বাহিনীতে হতাহতের পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির ঘটনা ঘটে।
মুজাহিদিনরা বান্নু জেলায় এদিন তাদের তৃতীয় সফল ড্রোন আক্রমণটি পরিচালনা করেন দুপুর ১২:১৫ মিনিটের সময়। অভিযানটি জেলার বাকা খেইল এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর একটি ব্যারাক টার্গেট করে চালানো হয়। এতে ড্রোন থেকে ছোড়া শেলটি সামরিক ব্যারাকে বিস্ফোরিত হয়, ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
আইএমপি মুখপাত্র জানান, এই ভূমিতে সম্পূর্ণ ইসলামী ব্যবস্থা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের জিহাদ অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/bdke9bpp
– https://tinyurl.com/44mwfsx8
– https://tinyurl.com/ywzrc28k


