বুরকিনায় ২টি শত্রু সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: অন্তত ১৪ শত্রু সেনা নিহত

0
61

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে জান্তা বাহিনীর দুটি সামরিক পোস্টে আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ১৮ আগস্ট সোমবার, বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে দেশটির জান্তা বাহিনীর ২টি সামরিক পোস্ট লক্ষ্য করে ভিন্ন ২টি অভিযান পরিচালনা করেছেন। সূত্রমতে, মুজাহিদিনরা এদিন তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন রাজ্যের বাসৌম এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে। মুজাহিদদের এই অভিযানে জান্তা বাহিনীর অন্তত ৮ সদস্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে ২টি বিকা, ১টি আরপিজি, ৭টি ক্লাশিনকোভ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।

একই দিনে রাজ্যটির ফনসা এলাকায় জান্তা বাহিনীর আরও একটি সামরিক পোস্টে আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর ৬ সৈন্য নিহত হয়। আর অভিযান শেষে মুজাহিদিনরা ২টি বিকা, ১টি আরপিজি, ৮টি ক্লাশিনকোভ, ৬টি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4a2wbkhu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আসামে মসজিদে বুলডোজার চালালো হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোয় ‘জেএনআইএম’ মুজাহিদদের অতর্কিত আক্রমণে ৫ শত্রু সেনা নিহত