
কেনিয়া-অধিকৃত অঞ্চলে হারাকাতুশ শাবাব মুজাহিদিন এবং ক্রুসেডার বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছে। ফলশ্রুতিতে কেনিয়ান সেনাবাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত হয়েছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বুধবার, কেনিয়ার লামু রাজ্যের মাঙ্গায়ে শহরের উপকণ্ঠে ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাটিতে কেনিয়ান সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে শাবাবের হামলার পর উভয় বাহিনীর মধ্যে তীব্র এই লড়াই শুরু হয়। এসময় কেনিয়ান বাহিনী পাল্টা আক্রমণের চেষ্টা করলে মুজাহিদিনরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তা প্রতিহত করেন এবং শত্রু বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটান।
কেনিয়ান সেনাবাহিনী মুজাহিদদের এই হামলার প্রতিশোধ নিতে আরও শক্তি নিয়ে এলাকাটিতে ভয়াবহ আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু শত্রু বাহিনীর শক্তিবৃদ্ধির লক্ষ্যে এলাকায় যেই দলটির আগমন ঘটে, এই দলটি কিছু বুঝে উঠার আগেই মুজাহিদিনরা অতর্কিত আক্রমণ চালিয়ে বসেন। এতে শত্রু বাহিনীতে আবারও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এরপর কেনিয়ান বাহিনী ঐক্যবদ্ধ হয়ে পুনরায় মুজাহিদদের উপর আক্রমণের চেষ্টা করে। কিন্তু এবারও মুজাহিদিনরা বীরত্বের সাথে শত্রু বাহিনীর আক্রমণ প্রতিহত করেন এবং শত্রু বাহিনীর উপর তীব্র পাল্টা আক্রমণ চালান। পুনরাবৃত্ত এই যুদ্ধের ফলে কেনিয়ান বাহিনী এদিন মুজাহিদদের কাছে তিন তিনবার পরাজয়ের শিকার হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/395ahstv


