
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ও খাইবার এজেন্সিতে ২টি পৃথক হামলার ঘটনায় শত্রু বাহিনীর এক সেনা সদস্য নিহত এবং অন্য এক সেনা সদস্য নিখোঁজ হয়েছে।
দেশটির সশস্ত্র ইসলামী প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ কর্তৃক জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, আইএমপি মুজাহিদিনরা গত ১৫ সেপ্টেম্বর সোমবার, উত্তর ওয়াজিরিস্তানের দুসলি সীমান্ত এলাকায় একটি আক্রমণ চালিয়েছেন। উক্ত এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর “কামকি খিনি” নামক একটি পোস্ট লক্ষ্য করে স্নাইপার ব্যাবহার করে আক্রমণটি চালানো হয়। মুজাহিদদের ছুঁড়া স্নাইপারের গুলিটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে, যার ফলে ১ সেনা সদস্য নিহত হয়।
এদিন ইত্তেহাদুল মুজাহিদিনরা, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার শাদলু এলাকায় শত্রু সেনাদের বন্দী করার লক্ষ্যে একটি অভিযান চালান। সেই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অবস্থিত আকবরী পোস্টের কাছে এক লেভিস (সামরিক) কর্মকর্তা যখন সরবরাহ সংগ্রহ করতে যাচ্ছিল, তখন মুজাহিদিনরা তাকে গ্রেপ্তার করেন এবং অজানা স্থানে নিয়ে যান।
তথ্যসূত্র:
– https://x.com/Tarjuman_IMP/status/1967888259301904752
– https://x.com/Tarjuman_IMP/status/1967847197078401165


