নাইজারের টিলাবেরি রাজ্যে জেএনআইএম’এর বৃহৎ পরিসরের সামরিক অপারেশন: হতাহত অর্ধশতাধিক

0
195

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সম্প্রতি আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদদের পরিচালিত এক অভিযানে অন্তত ৫৫ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বুধবার, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা নাইজারের টিলাবেরি রাজ্যে বৃহৎ পরিসরে একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। রাজ্যটির গারমোয়ায় পরিচালিত এই অভিযানে কয়েক ডজন মোটরসাইকেল ও ভারী অস্ত্রে সজ্জিত কয়েকটি সাঁজোয়া যান নিয়ে জেএনআইএম’এর শতাধিক মুজাহিদ অংশগ্রহণ করেন।

সূত্রমতে, শহরে নাইজার সেনাবাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত এই আক্রমণে ২১ সৈন্য নিহত এবং আরও ৩৪ সৈন্য আহত হয়েছে।

এদিকে ‘জেএনআইএম’ অফিসিয়ালি প্রাথমিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গারমোয়ায় মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানে অন্তত ১৫ শত্রু সৈন্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা বহু সংখ্যক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ৩টি সামরিক যানবাহন, ২টি ১৪.৫ মিমি মেশিনগান, ৪টি ডিএসএইচকে মেশিনগান, ৪টি পিকে মেশিনগান, ৫টি আরপিজি, ২৬টি ক্লাশিনকোভ রাইফেল, ২টি ড্রাগুনভ রাইফেল, ৬টি আরপিজি রাউন্ড, ৮৮টি ম্যাগাজিন, ৩৮টি আরপিজি বক্স, ২টি মোটরসাইকেল, ১টি রকেট রাইফেল, ৪টি পিস্তল, ২১টি গোলাবারুদ বেল্ট এবং ১টি ডিজেআই ড্রোন সহ অন্যান্য বহু সরঞ্জাম। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর ৯টি সামরিক যানবাহনও ধ্বংস করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সীমান্ত বন্ধের মধ্যেও আফগানিস্তানের রপ্তানি ১৩% বৃদ্ধি: বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || দাওয়াহ ও জিহাদের সমন্বয়ে মালিতে সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে জেএনআইএম