
হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে হামলা তীব্রতর করেছেন। এই ধারাবাহিকতায় দলটির মুজাহিদিনরা দক্ষিণাঞ্চলে মোগাদিশু বাহিনীকে হটিয়ে নতুন করে আরও ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি মঙ্গলবার রাতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বে রাজ্যের বাইদোয়ায় শহরে একটি সমন্বিত আক্রমণ চালিয়েছেন। শহরটিতে অবস্থিত মোগাদিশু বাহিনীর ২টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেছেন। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যাদের মধ্যে প্রাথমিকভাবে ৪ নিহত সৈন্য এবং ৬ আহত সৈন্যের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই লড়াইয়ের সময় মোগাদিশু বাহিনীর অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।
মোগাদিশু বাহিনীর এই পলায়নের ঘটনার পর হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ২টি সামরিক ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এসময় আশ-শাবাব মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ২টি AK47 রাইফেল, একটি RP রাইফেল এবং ৯টি গোলাবারুদ বাক্স গনিমত হিসাবে উদ্ধার করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3ftj6fmr


