আফগান পুলিশের স্পেশাল ইউনিটের ৫৩২ মুজাহিদের স্নাতক অর্জন

0
35

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ নিরাপত্তা দপ্তরের বিশেষ পুলিশ ইউনিটের সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশেষ পুলিশ ইউনিটের মোট ৪৯৫ জন মুজাহিদ পেশাগত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেন। পাশাপাশি, দাওয়াত ও নসিহাত বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্স শেষ করেন আরও ৩৭ জন মুজাহিদ।

এই প্রশিক্ষণকালীন সময়ে অংশগ্রহণকারী মুজাহিদগণ প্রয়োজনীয় সামরিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি শরয়ি ও আকিদাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

মুজাহিদদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ পুলিশ ইউনিট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের পাশাপাশি বিভিন্ন সামরিক ও বেসামরিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরে বিশেষ পুলিশ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সর্বমোট ১৫৭৯ জন মুজাহিদ সফলভাবে স্নাতক অর্জন করেছেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি বিশেষ পুলিশ বাহিনীর পেশাগত মানোন্নয়ন ও আদর্শিক দৃঢ়তা আরও সুসংহত করেছে। এর মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনে প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদদের কার্যকর ভূমিকার প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. به توفیق خداوند متعال، به تعداد (۴۹۵) تن از مجاهدین قطعات خاص پولیس معینیت ارشد امورامنیتی وزارت امور داخله، پس از تکمیل دوره‌ی مسلکی
– https://tinyurl.com/yr3nmbbp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবালখ প্রদেশে মাদকাসক্তদের পুনর্বাসনে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধঝিনাইদহের মহেশপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার