ইমারাতে ইসলামিয়ার আইন ও বিধিবিধান এর বিরুদ্ধে উত্থাপিত আপত্তি ও সমালোচনার কোনো ভিত্তি নেই: আইন মন্ত্রণালয়

0
10

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আইন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব আইন ও বিধিবিধান সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াহর আলোকে প্রণয়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এসব আইনের সমালোচনা করা মানে সরাসরি ইসলামী শরিয়াহকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

এক বিবৃতিতে আইন মন্ত্রণালয় জানায়, ইমারাতে ইসলামিয়ার সকল আইন একাধিক স্তরের কঠোর পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গৃহীত হয়। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট এবং উচ্চপর্যায়ের আফগান আলেমদের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, প্রণীত আইনসমূহ পবিত্র কুরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং নির্ভরযোগ্য হানাফি ফিকহভিত্তিক গ্রন্থের আলোকে তৈরি করা হয়েছে, যা ইসলামী শরিয়াহর সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, ইমারাতে ইসলামিয়ার আইন ও বিধিবিধান এর বিরুদ্ধে উত্থাপিত আপত্তি ও সমালোচনার কোনো ভিত্তি নেই এবং এসব বক্তব্য মূলত অজ্ঞতাপ্রসূত। একই সঙ্গে আইন মন্ত্রণালয় সতর্ক করে জানায়, যারা এসব আইনের বিরোধিতা করবে বা প্রকাশ্যে এর বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের আইন ও বিচারিক প্রতিষ্ঠানের কাছে সোপর্দ করা হবে।


তথ্যসূত্র:
1.The Ministry of Justice of the Islamic Emirate of Afghanistan has stated that the country’s legislative documents are fully prepared in accordance with Islamic Sharia
– https://tinyurl.com/z68d3c7s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে ভয়াবহ গণডাকাতি, ব্যবসায়ীদের সর্বস্ব লুট
পরবর্তী নিবন্ধদিল্লিতে ৬ বছরের মেয়ে ৩ কিশোর কর্তৃক গণধর্ষণের শিকার