ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুজাহিদিন আফগানিস্তানের সারপুল প্রদেশের সুজমা-কেল্লা জেলায় দীর্ঘ ১০০ কিলোমিটার রিং রোডের নির্মাণ কাজ শুরু করেছেন।
তালেবান মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, জনগণের সহযোগিতায় তাঁরা আল-জিহাদ শের্ম জেলার নিমাদান থেকে সাংতোদা এলাকার সোজমা-কেল্লা সড়ক পর্যন্ত ১০০ কিলোমিটারের একটি দীর্ঘ সড়ক নির্মাণ কাজ শুরু করেছেন। তালেবান নেতৃবৃন্দ আরো জানিয়েছেন, এসব অঞ্চলের যুবকদের সমর্থন নিয়ে এই রাস্তার কাজগুলি করা হচ্ছে।
এসব অঞ্চলের স্থানীয় মানুষরা বলছেন যে, এই রাস্তাটি নির্মাণের সাথে সাথে তাদের ব্যবসায় সমৃদ্ধ হবে এবং এই অঞ্চলটির সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
এলাকার প্রভাবশালী লোকজনকে সাথে নিয়ে তালিবান কর্মকর্তারা ফিতা কেটে রাস্তাটি উন্মুক্ত করে বলেছে যে, তাঁরা রাস্তাটির নির্মাণ কাজের সার্বিক পরিস্থিতি তদারকি, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন।
এটি উল্লেখযোগ্য যে, তালেবানের সড়ক ও সেতু নির্মাণ কমিশনের পৃষ্ঠপোষকতায় সারা দেশে কয়েক ডজন সেতু, রাস্তা ও অন্যান্য গণপূর্ত প্রকল্প ইতিমধ্যে সফলতার সাথে চালু করা হয়েছে।