শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ভারতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রে ১২ জন, কর্ণাটকে আটজন ও গুজরাটে তিনজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ মে) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেড়ে গুজরাট উপকূল অতিক্রম করেছে। এতে সেখানকার বেশকিছু স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসি জানায়, ঘূর্ণিঝড়ে মুম্বাই উপকূলে বার্জ ডুবির ঘটনায় এখনো ৯০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।
দুই দশকেরও বেশি সময়ের মধ্যে গুজরাটে এর চেয়ে শক্তিশালী আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানেনি।