আফগানিস্তানের বালখ ও কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকা থেকে ৯০ জন কাবুল সরকারী সেনা ও পুলিশ সদস্য তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।
তালেবান এক বিবৃতিতে বলেছে যে, আজ ৩১ মে সোমবার, আফগানিস্তানের বালখ প্রদেশের চারবোলাক, শুলগর, খাস-বালখ, শর্টা এবং দওলতাবাদ জেলা থেকে ৪৫ জন কাবুল সরকারী সেনা ও পুলিশ সদস্য তাদের সামরিক পদ থেকে পদত্যাগ করেছেন এবং সত্য ঘটনাগুলি উপলব্ধি করে মুজাহিদিনের কাতারে এসে যোগদান করেছেন।
তালিবানদের দাওয়াহ ও গাইডেন্স কমিশনের কর্মকর্তারা আত্মসমর্পনবারী এসব সামরিক সদস্যদের স্বাগত জানিয়েছেন।
এছাড়াও কান্দাহার প্রদেশের জেরাই জেলা থেকেও ৪৫ কাবুল সরকারী সেনা তালিবানদের কাছে এসে আত্মসমর্পণ করেছে।
তালিবানের সামরিক মুখপাত্র- ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ বলেছেন, দাওয়াহ ও গাইডেন্স কমিশনের প্রচেষ্টায় এসব সৈন্যরা মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছিল। যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসন থেকে বিচ্ছিন্ন হয়ে মুজাহিদিনের কাতারে এসে যোগ দিয়েছিল।
অনেক আত্মসমর্পণকারী কাবুল সেনা তালিবানদের হাতে প্রচুর অস্ত্র, গোলাবারুদ এবং ট্যাঙ্ক ও রেঞ্জার গাড়িও হস্তান্তর করেছে।