ভারতের বিহারে মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

0
1378
ভারতের বিহারে মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

ভারতের বিহার রাজ্যে এক মুসলিম যুবককে উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে।

গত ২৬ জুন শনিবার মধ্যরাতে, বিহারের আরারিয়া জেলায় মোহাম্মাদ ইসমাইল (৩০) নামে এক মুসলিম যুবককে কথিত চুরির অভিযোগে উগ্র হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছে।

নিহতের পরিবার ও প্রতিবেশিরা ইসমাইলের কথিত চুরির সাথে সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছেন। তারা জানান, ইসমাইল একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। সে রাতে নিজ এলাকার বৈদ্যুতিক খুঁটিতে ক্যাবল ঠিক করার সময় দুই মোটরসাইকেল আরোহী লোক ইসমাইলকে তাদের গ্রামে ডেকে নিয়ে যায়।

ইসমাইলের প্রতিবেশি হাবিব মুসলিম মনিটরকে জানায়,”ডেকে নেয়া লোকেরা তখন ইসমাইলকে তাদের কিছু বৈদ্যুতিক মেরামতের প্রয়োজনীয়তার কথা বলেছিল। ইসমাইল তাদের সাথে চলে যান; এরপর আর বাড়িতে ফিরে আসেননি।”

প্রতিবেশি হাবিব আরো জানান,”দুষ্কৃতকারীরা রহজ্যজনক ভাবে ইসমাইলকে পিটিয়ে হত্যা করে এবং তাকে হাসপাতালে ফেলে রেখে চলে যায়।”

স্থানীয় মিডিয়ার তথ্যমতে, ইসমাইলের হত্যাকাণ্ডে জড়িত যাদব নামের এক ডোমার গতবছর একই স্থানে পিটিয়ে হত্যা করা আরেক হত্যা মামলার সম্পৃক্ত আসামি।

নিহত ইসমাইল বালওয়াই গ্রামের বাসিন্দা ছিলেন,  তার স্ত্রী, তিন সন্তান ও অসহায় বৃদ্ধ পিতা আছে।

অতঃপর গত ২৮ জুন সোমবার হিন্দুত্ববাদী আগ্রাসনে নিহত মোহাম্মাদ ইসমাইলের লাশ কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | ক্রুসেডার ও মুরতাদ সেনা অফিসারদের উপর আল-কায়েদার টার্গেট কিলিং
পরবর্তী নিবন্ধপাঁচ বছরে আদালতে ধর্ষণ মামলা হয়েছে ৩০ হাজার