ইয়েমেনে আল-কায়েদার ২টি সফল হামলা, ২ এরও বেশি হুথী বিদ্রোহী নিহত

ত্বহা আলী আদনান

3
1142
ইয়ামেনে আল-কায়েদার ২টি সফল হামলা, ২ এরও বেশি হুথী বিদ্রোহী নিহত

জাজিরাতুল আরবের দক্ষিণাঞ্চলিয় দেশ ইয়েমেনে দখলদার হুথী বিদ্রোহীদের বিরুদ্ধে ২টি অভিযান পরিচালানা করেছেন ইসলামিক প্রতিরোধ বাহিনীর যোদ্ধারা। যাতে একাধিক সৈন্য নিহত ও আহত হয়েছে।

বিবরণ অনুযায়ী গত শুক্রবার, ইয়েমেনে আবয়ান প্রদেশের মহলহাল এলাকায় একটি মোটরবাইকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাতে ২ আরোহী নিহত হয়েছে।

এদিকে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক প্রতিরোধ বাহিনী জামা’আত আনসার আশ-শরিয়াহ্ বরকতময় এই হামলায় সুসংবাদ নিশ্চিত করে জানিয়েছে যে, মুজাহিদগণ ইরান সমর্থিত মুরতাদ হুথী শিয়াদের টার্গেট করে বরকতময় এই অভিযানটি চালিয়েছেন।

একই সূত্র নিশ্চিত করেছে যে, মুজাহিদগণ গত রবিবার, ইয়েমেনের সাইলোত অঞ্চলের রাসদ এলাকায় আরও একটি অভিযান চালিয়েছেন। যা হুথিদের একটি পদাতিক কাফেলাকে টার্গেট করে শক্ত অতর্কিত হামলার মাধ্যমে শুরু করা হয়েছিল এবং অনেক হুথি বিদ্রোহীকে হত্যা ও আহত করার মাধ্যমে সামাপ্ত করা হয়েছিল।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে ফরাসি সৈন্যদের গুলিতে ২০ জন হতাহত, ফ্রান্সের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ
পরবর্তী নিবন্ধদুই লক্ষাধিকের বিশাল সেনাবাহিনী গঠনে কাজ করছে ইমারতে ইসলামিয়া