জায়নিস্ট আগ্রাসন : পশ্চিম তীরের গ্রামে গ্রামে ইসরাইলি নাগরিকদের হামলা

ইউসুফ আল-হাসান

0
1012
জায়নিস্ট আগ্রাসন : পশ্চিম তীরের গ্রামে গ্রামে ইসরাইলি নাগরিকদের হামলা

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীরা। শুক্রবার পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বাড়িঘর ও যানবাহন ভাঙচুর এবং কয়েকজন ফিলিস্তিনিকে পিটিয়েছে তারা।

এর আগে গত সপ্তাহে ৩ জন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে জালিম ইসরাইল।

এর প্রতিবাদে এক ফিলিস্তিনি পশ্চিম তীরে এক ইহুদিকে আক্রমণ করে। এরপরই বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে দল বেধে বসতি স্থাপনকারীরা প্রবেশ করে এবং বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। এই সময় তারা দুই ফিলিস্তিনিকে পেটায়। পিটুনিতে আহত এই দুই ফিলিস্তিনিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আল জাজিরাতে বলা হয়, কারইউত গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে ভাঙচুর করে এবং ওয়ায়েল মাকবাল নামের ওই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা চালায়। গ্রামবাসীরা বাধা দিলে ওয়ায়েল মিকবালকে ফেলে যায় বসতি স্থাপনকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আহত মিকবালের ছবি ও কারইউত গ্রামে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
এদিকে নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত বুরকা গ্রামের কাউন্সিল প্রধান জিহাদ সালাহ সংবাদমাধ্যমকে জানান, আগ্নেয়াস্ত্র হাতে বসতি স্থাপনকারীরা তাদের গ্রামে হামলা চালায়।
তিনি বলেন, তারা গ্রামের ব্যারাকে আগুন ধরিয়ে দেয় এবং ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢিল ছোড়ে।

১৯৬৭ সালে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে ইসরাইল। ওই সময় থেকে ইসরাইলি নাগরিকরা পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে। দখলকৃত ভূমিতে তথাকথিত আন্তর্জাতিক আইন অনুসারেও যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করে চলেছে ইসরাইলি বাহিনী।

১৯৯৩ সালে অসলো শান্তিচুক্তির মাধ্যমে পশ্চিম তীর থেকে ধীরে ধীরে ইহুদি বসতি সরিয়ে নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তার নিয়ন্ত্রণ হস্তান্তরের কথা থাকলেও বর্বর ইসরাইল এই বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। উপরন্তু পশ্চিম তীরে নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

জাতিসংঘের আইনে অবৈধ ও বেআইনি হওয়া সত্ত্বেও কোন প্রকার বাধা বা ইসরাইলের উপর কোন নিষেধাজ্ঞা দেয়নি জাতিসংঘ।

বর্তমানে জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ২৫৬টি বসতিতে প্রায় সাত লাখ ইসরাইলি ইহুদি বাস করছে।

সন্ত্রাসী ইসরাইলের এহেন বর্বরতা ও দখলদারিত্বের অবসানে নববী মানহাজের অনুসরণ করার আহ্বান জানিয়েছেন আলিমরা।

তথ্যসূত্র:
======
Settlers attack Palestinian villages after West Bank killing-
https://tinyurl.com/2p9e3ny2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমথুরার শাহি ঈদগাহ মসজিদে নামাজ বন্ধের জন্য আবেদন হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের
পরবর্তী নিবন্ধকেন ‘India Out’ আন্দোলনে নেমেছেন মালদ্বীপের জনগণ?