শতাধিক রোহিঙ্গা নিয়ে সাগরে আটকে পড়া ট্রলারটি বর্তমানে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থান করছে। গত ২৫ দিন ধরে ট্রলারটি বিকল অবস্থায় সাগরে ভেসে বেড়াচ্ছে। ক্ষুধা ও তৃষ্ণায় এ পর্যন্ত ২০ জন রোহিঙ্গা মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে সংবাদমাধ্যম আল-জাজিরার সূত্রে জানা গেছে।
২১ ডিসেম্বর রাতে ভাসমান ট্রলারটির কাছে ৫টি ভারতীয় জাহাজ পৌঁছেছিল। কিন্তু তারা রোহিঙ্গাদের উদ্ধার না করে কিছু খাবার দিয়ে চলে আসে। ঠিক কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল তা জানা যায়নি। গণমাধ্যমের কাছে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ভারতীয় কোস্ট গার্ডের কর্মীরা।
আটকে পড়া ব্যক্তিদের স্বজন ও আরাকান রোহিঙ্গা মানবাধিকার কর্মীরা জানায়, তাদের হিসেবে এখন পর্যন্ত অন্তত ২০ জন রোহিঙ্গা মারা গেছেন। অনেকে ক্ষুধা-তৃষ্ণা সহ্য করতে না পেরে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা না হলে সবাই মারা যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্বজনরা।
উল্লেখ্য, হিংস্র বৌদ্ধদের চালানো নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ আরাকান ত্যাগ করতে বাধ্য হয় রোহিঙ্গারা। পালিয়ে তারা আশ্রয় নেয় প্রতিবেশি দেশগুলোতে, বিশেষত বাংলাদেশে। কিন্তু এখানেও শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন তারা। এজন্য নতুন জীবনের সন্ধানে রোহিঙ্গাদের একটি দল গত নভেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল তিনটি ট্রলার নিয়ে। দুর্ভাগ্যবশত ২রা ডিসেম্বরের দিকে ট্রলারগুলো বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। এগুলোর মধ্যে দুইটি ট্রলার উদ্ধার করা হলেও বাকি একটি এখনও সাগরে ভেসে বেড়াচ্ছে।
আর এটি উদ্ধারে কারও পক্ষ থেকেই দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না। আসিয়ানের সদস্য কয়েকটি রাষ্ট্র তাদেরকে খাবার ও পানি দিয়ে দূরে ঠেলে দিয়েছে। এটাই যেন তাদের মানবতার সর্বোচ্চ দায়িত্ব পালন! যেন, রোহিঙ্গারা সাগরের মাঝে মরে গেলেও কারও কিছু যায় আসে না!
তথ্যসূত্র:
১। Over 100 Rohingya stranded off India’s coast, many feared dead – https://tinyurl.com/3ucrh9jv
২। It is not surprising that no coordinated efforts is being made to rescue Rohingya floating on the sea for weeks when certain countries in ASEAN pushed them away by giving them food and water if they managed to embark – https://tinyurl.com/2s4sm5xh
আহ! আল্লাহ তাআলা মাজলুমদের সাহায্যে আমাদের এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন, কুফফারদের যথাযথ পাওনা বুঝিয়ে দেয়ার তাওফিক দান করুন, আমীন ইয়া রাব্বাল আলামীন।
আহ