ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
213

রাফাহতে স্থল অভিযান চালানোর জন্য ইসরায়েলি বাহিনীকে আবারও রিজার্ভ সৈন্য রিক্রুট করার কথা বলেছে নেতানিয়াহু। ইতোমধ্যেই রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

লেবাননে একজন সিনিয়র হামাস নেতার উপর গুপ্ত হামলা চালায় ইসরায়েল। কিন্তু তিনি বেঁচে গেলেও, দুই জন সাধারণ মানুষ নিহত হয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,১৭৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৬৭,৭৮৪ জন।

১০ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের জায়তুন এলাকায় ইয়াসিন ১০৫ রকেট দিয়ে ২টি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 মাগাঝি ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻খান ইউনিসে একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনেসর হাওয়াজ এলাকার আশপাশে জায়োনিস্ট অবস্থানে ৬০মিমি মর্টার শেল হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনাগন ও অ্যান্টি-পার্সনেল গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 গাজার দক্ষিণপূর্বে জায়োনিস্ট কমান্ড সেন্টারে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলিশে ভয় নাকি আস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছে জনগণ
পরবর্তী নিবন্ধরাফাহ শহরে দখলদার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত