ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ মে, ২০২৪

0
80

জায়োনিস্ট ইসরায়েল এপ্রিল মাসে উত্তর গাজায় ৪০% ত্রাণের বহর ঢুকতে দেয়নি বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহায়তা সংস্থা।

বেইত হানুন ক্রসিং প্রথম বারের খুলে দেওয়া হয়েছে। জর্ডান থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে। কিন্তু ৬ মাস ধরে অনাহারে কাটানো গাজাবাসীর জন্য এই স্বল্পমাত্রার ত্রাণ যথেষ্ট নয়। ত্রাণের বহর নিয়মিত ঢুকতে দিতে হবে গাজায়।

জর্ডান থেকে আসা ২টি ত্রাণের বহরে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।

ইউনিসেফের প্রধান ক্যাথেরাইন রাসেল বলেছে, ৬ লাখ ফিলিস্তিনি শিশু রাফাতে ঢুকেছে। রাফাতে ইসরায়েলি স্থল আগ্রাসন তাই বিপর্যয়ের উপর বিপর্যয় নিয়ে আসবে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৫৬৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৭৬৫ জন ফিলিস্তিনি।

টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী অন্তত ২০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

প্যালেস্ট্যানিয়ান ইসলামিক জিহাদের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে বিশ্বাসঘাতক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই হামলার প্রতিশোধ নিতে তুলকারেমে তাদের হেডকোয়ার্টারে তীব্র গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

হেবরুনের কাছে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।

নেতজারিম সামরিক সাইটে জায়োনিস্ট বাহিনীর উপর মিসাইল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট এবং মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

জেনিনের দক্ষিণে আররাবাতে আগ্রাসন চালানোর সময় জায়োনিস্ট বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

হুলিত কিববুতজের কাছে জায়োনিস্ট অবস্থানে রাজুম রকেট নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড। নেতজারিমে আরও অন্তত ২ বার হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর গাড়ির অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।

নেতজারিমে তুর্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলিদের হামলা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে পান্না পাথর বিক্রয়ের ২য় নিলাম অনুষ্ঠিত