• হামাসের একদল প্রতিনিধি মিশরে পৌঁছেছেন। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য এই আলোচনাটিকে সর্বশেষ বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সবাই আগ্রহী।
• ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির একটি প্রস্তাব দিয়ে হামাসকে এক সপ্তাহ সময় দিয়েছে। এই চুক্তিতে সম্মত না হলে রাফায় স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।
• বিশ্ব খাদ্য সংস্থার প্রধান জানিয়েছে, উত্তর গাজায় এখন পূর্ণ মাত্রার দুর্ভিক্ষ চলছে। হাজার হাজার ফিলিস্তিনি না খেয়ে আছেন। ইসরায়েলি সন্ত্রাসীরা সেখানে কোনো মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ।
• পুলিশি নির্যাতন ও বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের বেশ কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন চলছে।
• গাজায় সন্ত্রাসবাদী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৬৫৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৯০৮ জন।
• পশ্চিম তীরের দেইর আল-ঘুসুন শহরে একটি বাড়ি ধ্বংস করেছে জায়োনিস্ট ইসরায়েল। বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
• গাজায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
• গাজা শহরের শেখ আজলিনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড এবং উমার আল-কাসিম বাহিনী।
• কিববুতজ নিরিমের কাছে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• পশ্চিম তীরের জেনিনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই চেইনে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• জেনিনের জাবা’ শহরে আগ্রাসন চালানোর সময় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান নিয়ে লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর রাজুম রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।