গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও এক জন। তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে। টাইমস অব ইসরায়েল এ খবর নিশ্চিত করেছে।
ইসরায়েল জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই চার সেনা নিহত হয়। নিহতরা হল- ইতাই লিভনি, ইউসেফ দাসা, এরমিয়াস মেকুরিয়াও এবং ড্যানিয়েল লেভি। তাদের সবার বয়স ১৯ বছর এবং চারজনই নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের আওতাধীন ছিল।
এদিকে, পৃথক এক ঘটনায় দক্ষিণ গাজার রাফাহতে দুই সেনা গুরুতর আহত হয়েছে। অন্যদিকে, শুক্রবার চারজনের মৃত্যুর ফলে ইসরায়েলি সেনা বহরে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭১ জনে।
তথ্যসূত্র:
1. Four IDF soldiers killed as battles rage across Gaza; tanks said to advance into Rafah
– https://tinyurl.com/2wy9v48y