• মাত্র দুই সপ্তাহে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন খাবার, পানি, আশ্রয় এবং ওষুধের অভাবে ভুগছেন।
• আল-আকসা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর বলেছেন, হাসপাতালে এখন পাওয়ার জেনারেটর চালানোর মতো কোনো জ্বালানি অবশিষ্ট নেই। বিদ্যুৎ ছাড়া কাজ করা যায় না সেখানে। সকল রোগী এখন মৃত্যু ঝুঁকিতে আছেন।
• দখলদার ইসরায়েলি বাহিনী এখন রাফার দক্ষিণ-পূর্বে অগ্রসর হচ্ছে।
• পশ্চিম ইয়েমেনের হুদেইদাহতে ৬টি বিমান হামলা চালিয়েছেন আমেরিকান-ব্রিটিশ যুদ্ধবিমান।
• উত্তর গাজার জাবালিয়ায় সর্বশেষ দুটি কর্মক্ষম হাসপাতালকেও অবরুদ্ধ করে রেখেছে জায়োনিস্ট বাহিনী। স্বাস্থ্য উপকরণে হামলাও চালাচ্ছে জায়োনিস্টরা।
• এখন পর্যন্ত গাজায় অন্তত ৩৫,৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮০,০১১ জন ফিলিস্তিনি।
• রাফার দক্ষিণে সালাহ আল-দ্বীন গেটের উপকণ্ঠে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের হাববুব ভবন এবং মহিলা কলেজ রাস্তার উপকণ্ঠে ৩টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার দক্ষিণে সালাহ আল-দ্বীন গেটের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন।
• উত্তর গাজার বেইত হানুনে জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর ববি-ট্র্যাপ বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• জেনিনে জাবা গেরেজ দিয়ে যাওয়ার সময় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র লড়াই করেছেন আল-কুদুস ব্রিগেড।
• জেনিনে আল-দামজ, আল-হাদাফ এবং আল-ফালুজাতে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• জেনিনে আল-দামজের বিভিন্ন এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে কাছাকাছি অবস্থান থেকে মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস নিয়ে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডর যোদ্ধারা।
• লেবানন থেকে চালানো অ্যান্টি ট্যাংক হামলায় দখলীকৃত উত্তর ফিলিস্তিনের আভিভিমে একটি দখলদার ভবনে আগুন ধরে গেছে।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই লাইনে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।